"ঈদের ৫ দিন আগেই ঈদের বাজারের টেনশন শেষ"
পরিবারের জন্য ঈদের বাজার নিয়ে টেনশন করছিলেন অসহায় পরিবার গুলো। ঈদের বেশ আগে ভাগেই সেই টেনশন লাঘব করার ক্ষুদ্র চেষ্টা করেছি মাত্র। আপনাদের সহযোগিতা ও দোয়ার কারণেই এতটুকু করতে পারা সম্ভব হয়েছে। শুকরিয়া জানাই আপনার/আপনাদের সবাইকে, শুকরিয়া জানাই আল্লাহকে, আলহামদু লিল্লাহ।
এটা ছিল "হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ" এর দ্বিতীয় কার্য্যক্রম। প্রথম কার্য্যক্রম এ আমরা "গ্রামের প্রতিটি মসজিদে চিরস্থায়ী ক্যালেন্ডার বিতরণ" করেছি।
আমাদের এ বর্তমান কার্য্যক্রমে আমরা ১৫ টি পরিবারে ৮০০ টাকা করে ঈদ সামগ্রী বিতরণ করেছি। বাজারের লিস্টে ছিল, সেমাই, চিনি, নারিকেল, সয়াবিন তৈল, দুধ, পোলাও এর চাউল, কিসমিস আর একটা করে গোসলের সাবান। আমাদের সাধ্য মত আমরা চেষ্টা করেছি। কিছুটা হলেও হাসি ফোটানোর চেষ্টা করেছি অসহায়দের মুখে।
আমরা আবার আসব, বড় কোন কার্যক্রম নিয়ে, অথবা এই কাজগুলোই আরো বড় পরিসরে করার জন্য। আপনার দোয়া, পরামর্শ ও সহযোগিতা আমাদের সব সময় প্রয়োজন।
আপডেট: এই মেসেজ টা দেখার পর এক ভাই ৫১০০ টাকা বিকাশ করলেন। অর্থাৎ পরিবারের সংখ্যা আরো বাড়বে। আলহামদু লিল্লাহ।