পরিচিতি
"হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ" একটি অরাজনৈতিক, অলাভজনক, মানবকল্যাণে নিবেদিত সেবামূলক সামাজিক প্রতিষ্ঠান। ২০২৩ সালের শুরুর দিকে এইচ এম শরীফ সাহেব এটি প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে প্রত্যক্ষভাবে পরিচালনা করছেন। এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী মুহাম্মদ সা.-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ-সংস্কার, মহোত্তম নীতিচেতনার সঞ্চার, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন ও সমাজ গঠন করা এবং বিশুদ্ধ ইলমের প্রচার ও বিস্তার হিলফুল ফুজুল কল্যাণ পরিষদের অন্যতম লক্ষ্য। সালফে সালিহীনের পথ ধরে কুরআন ও সুন্নাহ ভিত্তিক মধ্যমপন্থা অবলম্বন করা আমাদের নীতি।
নীতি ও আদর্শ
- পবিত্র কুরআন ও আল্লাহর রাসুল মুহাম্মাদ (সাঃ)-এর সুন্নাহ তথা কর্মনীতিই হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ এর মূল আদর্শ।
- কুরআন-সুন্নাহকে সালাফে সালিহীনের ব্যাখ্যার আলোকে গ্রহণ করা।
- আহলুস-সুন্নাহ ওয়াল-জামা‘আহর আক্বীদা ও দৃষ্টিভঙ্গি লালন করা।
- শিরকমুক্ত ঈমান ও বিদ‘আতমুক্ত আমলের প্রতি আহ্বান করা।
- উম্মাহর ঐক্য ও সংহতির জন্যে কাজ করা।
- মতপার্থক্যপূর্ণ বিষয়ে যথাসম্ভব প্রান্তিকতা পরিহার করে মধ্যপন্থা অবলম্বন করা।
- রাজনৈতিক কর্ম ও অবস্থান গ্রহণ থেকে বিরত থাকা এবং দলমত নির্বিশেষে সকলের বৃহত্তর কল্যাণে কাজ করে যাওয়া।
লক্ষ্য ও উদ্দেশ্য
রাসূলুল্লাহ (সাল্লালহু আলইহি ওয়া সাল্লাম)-এর জীবনাদর্শের আলোকে
- আর্তমানবতার সেবা।
- সৎকাজে উৎসাহ দান ও অসৎকাজ নিবারণে দাওয়াতি কার্যক্রম পরিচালনার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন।
- সুন্দর ও শিক্ষিত সমাজ গড়ার আয়োজন।
কার্যক্রম
- প্রতি ঈদুল ফিতরে ঈদ সামগ্রী বিতরণ
- ঈদুল আযহায় ঈদ সামগ্রী ও কুরবানীর গোশত বিতরণ
- শীতবস্ত্র বিতরণ
- শিক্ষার্থীদেরকে উৎসাহ প্রদান
- ওয়াজ মাহফিলের আয়োজন
- চিরস্থায়ী ক্যালেন্ডার বিতরণ
- ইসলাম প্রচার
তহবিল ও আয়ের এর উৎস
- সদস্য, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের এককালীন ও নিয়মিত অনুদান।
- জনসাধারণ কর্তৃক বিশেষ কোনো খাতে প্রদত্ত অনুদান।
- সচ্ছল মুসলিমদের প্রদেয় যাকাত, ফিতরা।
- ইফতার ও কুরবানীসহ বিশেষ বিশেষ খাতে উসুলকৃত অর্থ।
- সরকারি বা বেসরকারি উৎস থেকে প্রাপ্ত অনুদান ও অর্থসহায়তা।
ব্যয়ের নীতিমালা
- দাতাগণ যে খাতের জন্য দান করে থাকেন, সে খাতেই ব্যায় করা হয়। এক খাতের অর্থ অন্য খাতে ব্যয় করা হয় না।
- যাকাত তহবিলে সংগৃহীত অর্থের শতভাগ হকদারদের মাঝে বণ্টন করা হয়।
- প্রতিটি প্রকল্প সম্পন্ন হওয়ার পর আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করা হয়।
- হিসাব-বিজ্ঞান বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত টীমের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের সকল আর্থিক কার্যক্রম মনিটরিং করা হয়।
এই হল আমাদের পরিচিতির একাংশ, আপনিও আমাদের সাথে এসব কাজে যুক্ত হতে পারেন। অথবা বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।