হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ

হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ

একটি অরাজনৈতিক, অলাভজনক সামাজিক উন্নয়নমূলক সংগঠন
  • স্থাপিত২৫ ফেব্রুয়ারী, ২০২৩ ইং
  • ব্যাংক একাউন্টBranch: IBBL agent Banking System Account
    Name: HIL FUL FUJUL KOLLAN PORISOD Account
    Number: 20507770216765241
    Routing Number: 125270607

দান করুন

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য গুলো বাস্তবে রূপ দিতে আপনাদের দোয়া, পরামর্শ ও সহযোগিতার বিকল্প নেই। তাই আপনার সাধ্য অনুযায়ী দান করুন।

আমাদের একাউন্ট বিভাগ অত্যন্ত সচ্ছ, যে কেউ যে কোন সময় আমাদের হিসাব চাইলে তাকে সফট কপি পাঠানো হয়। ইচ্ছা করলে আমাদের কাছে এসে ও হিসাবের খাতা দেখতে পরে।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন,

‘যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মত, যা উৎপন্ন করল সাতটি শীষ, প্রতিটি শীষে রয়েছে একশ’ দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ’। (সূরা বাকারা, আয়াত ২৬১)
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ অর্থাৎ ‘প্রতিদিন সকালে দু’জন ফেরেশতা অবতরণ করেন। তাঁদের একজন বলেন, হে আল্লাহ! দাতাকে তার দানের উত্তম প্রতিদান দিন আর অপরজন বলেন, হে আল্লাহ! কৃপণকে ধ্বংস করে দিন। (সহীহ্ বুখারী, হাদিস নং ১৪৪২)

সাধারণ দান:

সুনির্দিষ্ট কোনো খাতে দান করলে সেটা সে খাতেই ব্যয় করে থাকে "হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ'। আর সাধারণ তহবিলের অর্থ পরিষদের সকল কল্যানমূলক কার্যক্রমের জন্য উন্মুক্ত থাকে এবং হিলফুল ফুজুল'র মানব সেবা ও দাওয়াহমূলক যাবতীয় উদ্যোগ পরিচালনায়ও এই খাতের অর্থ ব্যয় করা হয়।

দান করতে:

আমরা সব সময় ব্যাংকিং মাধ্যমে টাকা প্রদান করার জন্য উৎসাহ দেই। আমাদের ব্যাংক ইনফোঃ

Branch: IBBL agent Banking System Account
Name: HIL FUL FUJUL KOLLAN PORISOD Account
Number: 20507770216765241
Routing Number: 125270607


মোবাইল ব্যাংকিং এ ও টাকা পাঠাতে পারেনঃ

  • বিকাশ একাউন্ট: 01747878233
  • রকেট একাউন্ট: 01747878233
  • নগদ একাউন্ড: 01747878233
  • উপায় একাউন্ট: 01747878233

Dark Template