হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে সাধারচর ও পুটিয়া ইউনিয়নে ১০০ ক্যালেন্ডার বিতরণ করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পবিত্র মাহে রমজান'২৪ এর পূর্বেই সকল মসজিদে পৌছে দেওয়া হবে ইনশা আল্লাহ। এজন্য এখন থেকেই কাজ শুরু করা হবে ইনশা আল্লাহ।
ক্যালেন্ডারটির কিছু বৈশিষ্ট্যঃ
- ক্যালেন্ডারটি একদম ফ্রী।
- আপনার মসজিদের ছবি ও নাম থাকবে।
- কাগজে নয় বরং PVC তে প্রিন্ট হবে। হবে দীর্ঘস্থায়ী।
- সময়সুচী নরসিংদী ও আশপাশের জন্য প্রযোয্য।
- ক্যালেন্ডারটি ‘হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ’ কর্তৃক সরবরাহ করা হবে।
- ষ্টক ফুরানো পর্যন্ত ক্যালেন্ডার বিতরণ করা হবে।
- মসজিদের স্থান, মুসল্লি সংখ্যা ইত্যাদীর দিকে লক্ষ্য করে মসজিদ বাছাই করা হবে।
- এ বিষয়ে যে কারো সুচিন্তিত পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
- সাধারচর ও পুটিয়া ইউপি অগ্রাধীকার পাবে।
ক্যালেন্ডারটি পেতে হলে এখানে নিচে দেওয়া লিংকে ক্লিক করে গোগল ফরমটি যথাযথ ভাবে পূরণ করুন। আপনি সব সময় ব্যবহার করেন এমন নাম্বার এন্ট্রি করুন। মূলত এই ফরমের মাধ্যমে আমরা আপনার মসজিদের নাম, ঠিকানা ও ছবি ইত্যাদী সংগ্রহ করব। উক্ত ফরমটি ফিলাপ করার সময় অবশ্যই আপনার জিমেইল লগিন করা থাকতে হবে।
গোগল ফরমে যেতে এখানে ক্লিক করুন।
কীভাবে ফরম পূরণ করবেন ভিডিওতে দেখে নিন।
যে কোন সমস্যায় WhatsApp এ মেসেজ দিন।
আপনিও আমাদের সংগঠনের সাথে যুক্ত হয়ে সমাজ সেবামূলক কাজে যুক্ত হতে পারেন।
কিভাবে যুক্ত হবে তা বিস্তারিত দেখুন।