হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ

হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ

একটি অরাজনৈতিক, অলাভজনক সামাজিক উন্নয়নমূলক সংগঠন
  • স্থাপিত২৫ ফেব্রুয়ারী, ২০২৩ ইং
  • ব্যাংক একাউন্টBranch: IBBL agent Banking System Account
    Name: HIL FUL FUJUL KOLLAN PORISOD Account
    Number: 20507770216765241
    Routing Number: 125270607

'ঈদ সামগ্রী বিতরণ ২০২৪' সম্পন্ন হয়েছে

আলহামদু লিল্লাহ, গত ০৬/০৪/২০২৪ ইং আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে 'ঈদ সামগ্রী বিতরণ ২০২৪' সফলতার সাথে সমাপ্ত হয়েছে।









এবারের ঈদে আমরা ৫৩ টি পরিবারের মধ্যে ৮০০+ টাকার ঈদ সামগ্রী বিতরণ করেছি। আমাদের প্যাকেজটি আরো বড় করার পরিকল্পনা থাকলেও অর্থাভাবে তা হয়ে উঠেনি। তবে অনেকেই আমাদের সাথে একাত্বতা পোষণ করেছেন। তারা এ কাজে সহযোগিতা করতে আগ্রহী হয়েছেন। আগামীতে আমাদের এ কার্যক্রম আরো বৃদ্ধি পাবে ইনশা আল্লাহ।


এবারের প্যাকেজে ছিলঃ সয়াবিন তৈল, পোলাওয়ের চাউল, নারিকেল, সেমাই, দুধের প্যাকেট, কিসমিস, আলু, সাবান, চিনি, মসল্লা, পেয়াজ, রসুন ইত্যাদী।


আপনিও আমাদের এ কাজে সহযোগিতা করতে পারেন। 




Dark Template