হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ

হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ

একটি অরাজনৈতিক, অলাভজনক সামাজিক উন্নয়নমূলক সংগঠন
  • স্থাপিত২৫ ফেব্রুয়ারী, ২০২৩ ইং
  • ব্যাংক একাউন্টBranch: IBBL agent Banking System Account
    Name: HIL FUL FUJUL KOLLAN PORISOD Account
    Number: 20507770216765241
    Routing Number: 125270607

সদস্য হোন

আল্লাহ তাআলা বলেন
-وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى
'তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অন্যকে সাহায্য-সহযোগিতা কর।' (সুরা মায়েদা : আয়াত ২)
সদস্য হওয়ার নিয়মাবলীঃ

সমাজের সৎ, আদর্শবান, চিন্তাশীল ও জনকল্যাণে নিবেদিত যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি ‘হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ’-এর সদস্য হতে পারবেন। ১৮ বছরের নিচের কেউ সদস্য হতে চাইলে অভিভাবকের সম্মতি ক্রমে হতে পারবেন। একজন সদস্য যে সব কথা মনে রাখবেন, তা হলো:

  • নিজ ইচ্ছায়, বিনা স্বার্থে “হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ”র এর সাথে কাজ করতে হবে।
  • মাসিক প্রদেয় (৩০ টাকা) প্রতি মাসের ৫ তারিখের মধ্যে নিজ দায়িত্বে কোষাধ্যক্ষের নিকট পৌঁছে দিতে হবে। প্রয়োজনে কয়েক মাসের টাকা অগ্রিম দিতে পারবেন।
  • মাসিক প্রদেয় ব্যতীত বিভিন্ন ক্ষেত্রে সাধ্য অনুযায়ী যেকোন পরিমাণ অর্থ দিয়ে সহযোগিতার মনোভাব থাকতে হবে।
  • উপদেষ্টা পরিষদ, পরিচালকবৃন্দ ও সকল সদস্যদের সাথে সৌহার্দ্যপূর্ণ মনোভাব পোষণ করতে হবে।
  • কোন সভার জন্য ডাকা হলে স্ব-শরীরে উপস্থিত থাকার চেষ্টা করতে হবে। অন্যথায় গৃহীত সিদ্ধান্তগুলো ওয়েবসাইট বা অন্য কোন সদস্য থেকে নিজ দায়িত্বে জেনে নিতে হবে।
  • পরামর্শক্রমে গৃহীত যেকোন সিদ্ধান্ত মন থেকে মেনে নিতে হবে। সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর কোন ধরনের মন্তব্য করা যাবে না।
  • কোন অসঙ্গতি দেখা দিলে পরিচালনা কমিটির সাথে আলোচনা করে সমাধান করব, নিজেরা সমালোচনা করব না।
  • জীবনের সর্বক্ষেত্র রাসূল সাঃ এর আদর্শকে অনুস্বরণ করার চেষ্টা করব।
আপনি যদি সদস্য হতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। ফরম পূরণের মাধ্যমে সদস্য হয়ে যান।
Dark Template