রাসূল সাঃ এর প্রাণের সংঘঠনকে সামনে রেখে আমাদের হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ এর কার্যক্রম নির্ধারণ করা হয়েছে। আমাদের কার্যক্রমগুলোকে ধীরে ধীরে সারা দেশ এমনকি সারা বিশ্বব্যাপী পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আল্লাহ যদি সহায় হোন, তাহলে অচিরেই আমাদের সকল কার্যক্রমগুলো বাস্তবে পরিণত হবে ইনশা আল্লাহ।
সফল কার্যক্রমসমূহঃ
- শুকুন্দী গ্রামের সকল মসজিদে চিরস্থায়ী ক্যালেন্ডার বিতরণ। (দেখুন)
- ইদুল ফিতর ২০২৩ ইং সনে গরীবদের মধ্যে "ঈদ উপহার" বিতরণ। (দেখুন)
- অসুস্থ্য ব্যক্তিকে আর্থিক অনুদান।
- শুকুন্দী ও কালুয়ারকান্দা (ঈদগাহ বরাবর) সাকু নির্মাণ। (দেখুন)
- ঈদুল আযহা ২০২৩ ইং সনে গরীবদের মধ্যে "ঈদ উপহার" বিতরন। (দেখুন)
হাতে থাকা কার্যক্রম সমূহঃ
- শুকুন্দী আমানত ঈদগাহে আর্থিক অনুদান প্রদান।
- প্রতি বছর অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরন।
- রমজান ২০২৪ এর পূর্বে সাধারচর ইউনিয়ন এর সকল মসজিদে চিরস্থায়ী ক্যালেন্ডার বিতরন।
- গরীব (শারিরীক) সামর্থবানদের মধ্যে বিভাটেক/রিক্সা প্রদান।
- গরীব পুরুষ, কাজ করতে পারে এমন ব্যক্তিকে ছোট পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান করতে সহায়তা প্রধান।
- প্রতি বছর দুই ঈদে অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরন।
- প্রতিটি কাজের পরিধি ধীরে ধীরে গ্রাম থেকে ইউনিয়ন, সেখান থেকে থানা ও জেলা পর্যায়ে বাড়িয়ে সারাদেশে, এমনকি সারা বিশ্বে পরিচালনা করা।