আপনারা সকলেই অবগত আছেন যে, "হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ" গরীব অসহায়দেরকে নিয়ে কাজ করে যাচ্ছে। তাদেরকে বিভিন্ন সময়ে সহযোগিতা করে যাচ্ছে। এ ছাড়া ও আরো সামাকিজ উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আপনিও পারেন আমাদের কাফেলায় শরিক হতে।
আগামী ২৫ অক্টোবর ২০২৩ ইং রোজ বুধবার হিলফুল ফুজুল কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল উপলক্ষে "ইসলামিক কুইজ প্রতিযোগিতা"র আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগিতার নিয়মাবলি নিচে উল্লেখ করা হলঃ
- সর্বনিম্ন ৩ জন ও প্রতি ১০ জন প্রতিযোগীর মধ্য থেকে একজনকে পুরস্কার প্রধান করা হবে।
- আগামী ২০ অক্টোবর ২০২৩ ইং এর মধ্যে উত্তরপত্র জমা দিতে হবে।
- এর পর জমা দিলে বাতিল বলে গণ্য হবে।
- কুইজের প্রশ্নের উত্তরগুলো MCQ পদ্ধতিতে সঠিক উত্তরটির অক্ষরে বল পয়েন্ট কলম দ্বারা বৃত্ত ভরাট করতে হবে।
- মোট প্রশ্নের সংখ্যা হবে ৫০ টি।
- প্রতিটি প্রশ্নের মান ১।
- একই মেধাস্থান অর্জনকারীদের মধ্যে লটারীর মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।
- পরিচালকবৃন্দের পরামর্শক্রমে গৃহিত যে কোন সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকিতে হবে।
- প্রশ্নগুলোর সঠিক উত্তর আমাদের এই ওয়েবসাইটে মাহফিলের পরেরদিন প্রকাশ করা হবে, ইনশা আল্লাহ।
- কুইজের প্রশ্নপত্র ওয়েবসাইট থেকে (এখানে ক্লিক করে) ও সংগ্রহ করা যাবে। তবে, ১০ টাকা রেজিষ্ট্রেশন ফি প্রদান করে উত্তপত্র জমা দিতে হবে।
এই প্রতিযোগিতা সম্পর্কে আপনার মতামত আমাদেরকে জানাতে পোষ্টের নিচে কমেন্ট করতে পারেন।