ব্যাংক একাউন্টBranch: IBBL agent Banking System Account Name: HIL FUL FUJUL KOLLAN PORISOD Account Number: 20507770216765241 Routing Number: 125270607
আমাদের সম্পর্কে
হিলফুল ফুযুল কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক, অলাভজন পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৩ সালের মার্চ মাসে এটি প্রতিষ্ঠা লাভ করে। এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী মুহাম্মদ সা.-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ-সংস্কার, মহোত্তম নীতিচেতনার সঞ্চার, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন ও সমাজ গঠন করা এবং বিশুদ্ধ ইলমের প্রচার ও বিস্তার হিলফুল ফুজুল কল্যাণ পরিষদের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য । সালফে সালিহীনের পথ ধরে কুরআন ও সুন্নাহ ভিত্তিক মধ্যমপন্থা অবলম্বন করা আমাদের নীতি।
আমাদের উদ্দ্যেশ্য
গরিবদের সহযোগিতা
গরিবদের সহযোগিতা একটি মানবিক দায়িত্ব। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা দারিদ্র্যের কারণে নানা সমস্যার সম্মুখীন হয়। তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদির অভাব থাকে। এইসব সমস্যা থেকে মুক্তি পেতে তাদের সাহায্যের প্রয়োজন।
খাদ্য ও বস্ত্র বিতরণ
খাদ্য ও বস্ত্র বিতরণ একটি গুরুত্বপূর্ণ সামাজিক কার্যক্রম। এটি দুঃস্থ ও অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করে। খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে মানুষকে পর্যাপ্ত খাদ্য ও বস্ত্র সরবরাহ করা হয়। এটি তাদের জীবনযাত্রার মান উন্নত করে এবং তাদের সম্মানজনক জীবনযাপন করতে সহায়তা করে।
চিকিৎসা সহযোগিতা
চিকিৎসা সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ মানবিক কার্যক্রম। এটি দুঃস্থ ও অসুস্থ মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে। চিকিৎসা সহযোগিতা কর্মসূচির মাধ্যমে মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এটি তাদের জীবন বাঁচায় এবং তাদের সুস্থ জীবনযাপন করতে সহায়তা করে।
দুর্যোগে সহযোগিতা
দুর্যোগে সহযোগিতা একটি মানবিক দায়িত্ব। এটি ক্ষতিগ্রস্ত মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালিয়ে তোলে। দুর্যোগে সহযোগিতা কর্মসূচির মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষকে খাদ্য, বস্ত্র, আশ্রয়, চিকিৎসা সেবা ইত্যাদি প্রদান করা হয়। এটি তাদের জীবনযাত্রার মান উন্নত করে এবং তাদের পুনর্বাসনে সহায়তা করে।
আল্লাহ তায়ালার বানী
সূরা আল-হাদীদ, আয়াত : ১৮
‘নিশ্চয় দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম করয দেয়, তাদের জন্য বহুগুণ বাড়িয়ে দেয়া হবে এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান।’
সুরা বাকারা, আয়াতঃ ২৭২
‘তোমরা তোমাদের সম্পদ থেকে যা কিছু খরচ করে থাক তার যথার্থ প্রতিদান তোমাদেরকে দেয়া হবে। তোমাদের উপর কোনরূপ অবিচার করা হবে না।’
সুরা বাকারা, আয়াতঃ ২৫৪
‘হে মুমিনগণ, তোমরা দান কর, আমি যা তোমাদেরকে দিয়েছি তা থেকে সেদিন আসার পূর্বেই যেদিন বেচাকেনা, কোন বন্ধুত্ব এবং কোন সুপারিশ চলবে না।’
সুরা আলে ইমরান, আয়াতঃ ১৩৪
‘যারা স্বচ্ছল অবস্থায় ও অস্বচ্ছল অবস্থায় দান করে, যারা ক্রোধ নিয়ন্ত্রণ করে এবং যারা মানুষকে ক্ষমা করে, এসব নেককার লোককেই আল্লাহ ভালবাসেন।’